০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেয়া দরকার : সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৮৬ বার পড়া হয়েছে।

‘আজ সিলেটবাসীর ভোগান্তির শেষ নেই। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল বৈষম্যের শিকার ও বঞ্চিত হয়েছে সার্বিক উন্নয়ন থেকে।’

সিলেট অঞ্চলের উন্নয়নে বৈষম্য ও দীর্ঘ দিনের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় রাজনীতিতে সোচ্চার কণ্ঠ, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সিলেটের প্রতি অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেয়াও আহ্বান জানান।শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।বিবৃতিতে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দীর্ঘ দিন থেকে সিলেট বিভাগ উন্নয়ন বঞ্চিত এবং বৈষম্যের শিকার। বিগত ফ্যাসিস্ট সরকার প্রকল্পের নামে কেবল দুর্নীতি আর লুটপাট করেছে। উন্নয়নের ফানুস উড়িয়ে জাতির সাথে তামাশা করেছে। আজ সিলেটবাসীর ভোগান্তির শেষ নেই। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল বৈষম্যের শিকার ও বঞ্চিত হয়েছে সার্বিক উন্নয়ন থেকে।’তিনি বলেন, ‘সিলেটর প্রতিটি সড়ক যেন এক একটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম শুরুর প্রাক্কালে খানাখন্দকের কারণে পথচারীদের আরো বেশি ভোগান্তিতে পড়তে হয়। সেখানে অবস্থানরত সাধারণ মানুষ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীরা চরম দুরাবস্থার মধ্য দিয়ে চলাচল করছে। যা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। সড়কপথের এ বেহাল অবস্থার কারণে জনসাধারণের কর্ম ঘণ্টা ও অর্থ দু’টিই অপচয় হচ্ছে। এ অবস্থার উত্তরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্রুততম সময়ে সংস্কারের জোর দাবি জানান তিনি।’তিনি আরো বলেন, ‘সিলেটের গ্যাস সিলেটবাসীকে বঞ্চিত করে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া ইনসাফ নয়। অবিলম্বে সিলেট মহানগরী এবং সিলেট জেলার প্রতিটি উপজেলা ও পৌর শহরের বাসা-বাড়িতে গ্যাস সংযোগের বিধি-নিষেধ প্রত্যাহার করে গ্যাস সংযোগ দিতে হবে।’তিনি ঢাকা-সিলেট মহাসড়কের কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ শেষ করতে হবে। একইসাথে সিলেট-তামাবিল সড়কের কাজ চালুর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে সিলেট-আখাউড়া রেলপথ ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর, ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট জেলা হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করে কার্যক্রম শুরু করা, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বরাদ্দ বৃদ্ধি, মৌলভীবাজারে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ স্থাপন, পাশাপাশি সুনামগঞ্জ ও হবিগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ নির্মাণের উদ্যোগ হবে।’মোহাম্মদ সেলিম উদ্দিন নিজের জন্মস্থান বিয়ানীবাজার ও গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, ‘অবিলম্বে সিলেট-গোলাপগঞ্জ হয়ে সুতারকান্দি বর্ডার পর্যন্ত চার লেনের রাস্তার কাজের উদ্যোগ গ্রহণ, শেওলা সেতু থেকে বারিগ্রাম পর্যন্ত রাস্তা ড্রাইভার্শন দিয়ে বড় করা, বহরগ্রাম-শিকপুর সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেয়া, কুশিয়ারা নদীর ওপর গোলাপগঞ্জ বাঘা সেতু নির্মাণসহ বিয়ানীবাজার ও গোপালগঞ্জের আন্তঃসংযোগ রাস্তা গুলো দ্রুত মেরামত সম্পন্ন করতে হবে।’

তিনি বলেন, ‘বিয়ানীবাজার ও গোপালগঞ্জে উল্লেখযোগ্য কোনো ভালো মানের হাসপাতাল নেই। অবিলম্বে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে নাগরিকদের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন, পাশাপাশি বিয়ানীবাজার সরকারি কলেজের আবাসন সমস্যার সমাধান, সেইসাথে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্মাণ ও স্কুল-কলেজের সংস্কার করতে হবে।’

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি মোহাম্মদ সেলিম উদ্দিন তার নিজ এলাকা বিয়ানীবাজার ও গোপালগঞ্জের সুরমা-কুশিয়ারা নদী ভাঙ্গন রোধে প্রকল্প গ্রহণ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য