সিলেটের ১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ঢাকামুখী

- আপডেট সময়ঃ ১২:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে।

সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আগামীকাল রোববার বৈঠক করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৩টায় রাজধানীতে গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে। এ জন্য বিভাগের ৮০ থেকে ৯০ জন মনোনয়নপ্রত্যাশী ঢাকা যাচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষের দিকে। দল যাকে যোগ্য মনে করে তাঁকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেবে।
সিলেট-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেন, প্রাথমিকভাবে মনোয়নপ্রত্যাশীদের যাচাই-বাছাই করা হবে। বিভাগে ১৯টি আসনের মধ্যে সিলেট জেলায় ৬টি আসন। সিলেট-১ ও সিলেট-২ ছাড়া অন্যান্য আসনে ৩ থেকে ৭ জন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। সিলেট-১ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী এবং সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনা ও প্রবাসী বিএনপি নেতা হুমায়ুন কবির রয়েছেন আলোচনায়। তবে সম্প্রতি হুমায়ুন কবিরকে তারেক রহমান এমপি নির্বাচনে না যেতে পরামর্শ দেওয়ায় তাহসিনা রুশদীর লুনার পথ অনেকটা নিশ্চিত বলে জানা গেছে। এ ছাড়া সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, প্রবাসী নেতা ব্যারিস্টার এমএ সালাম ছাড়াও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল আহাদ খান জামালসহ ৭ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।
সিলেট-৪ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরীসহ ৫ জন মনোনয়নপ্রত্যাশী।
সিলেট-৫ আসনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, যুক্তরাজ্যপ্রবাসী ফাহিম আল চৌধুরী, জাকির হোসেনসহ ছয়জন মনোনয়নপ্রত্যাশী।
সুনামগঞ্জ-৫ আসনে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের মধ্যে যে কেউ মনোনয়ন পাবেন।
সিলেট-৬ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান চৌধুরী শাহিনসহ ৭ জন মনোনয়নপ্রত্যাশী।