সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

সিলেটের ১৯ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ২৬ প্রার্থী

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১১:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৫৭ বার পড়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সিলেট বিভাগের ১৯ আসনে ২৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগের চার জেলার রিটানিং কর্মকর্তাদের দেয়া তথ্যনু্যায়ী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ২৬ জন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তাদের মধ্যে সিলেট জেলা জেলায় ১১ জন তাদের প্রার্থীতা বাতিল করেছেন, তাদের মধ্যে সিলেট-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) এহতেশামুল হক ও খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসন থেকে গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান, তাছাড়া সিলেট-৩ আসন থেকে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলী হাসান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মো. রাশেল উল আলম, সিলেট-৫ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

এদিকে, সুনামগঞ্জ-১ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে হাজী মুখলেছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-২ আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনোনীত প্রার্থী শোয়াইব আহমদ ও খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসীন খান, সুনামগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আজিজুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে মো. মাহফুজুর রহমান খালেদ ও সুনামগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মিজানুর রহমান চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

হবিগঞ্জে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী নোমান বিন সাদিক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এবং হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী মোকাম্মেল হোসেন।

অন্যদিকে মৌলভীবাজার জেলায় ৪ জন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী লোকমান আহমদ, মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুতফর রহমান কামালী এবং মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুর রব।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন