সিলেট মহানগর পুলিশের একসময়কার উপ কমিশনার (ডিসি) সরদার ফয়সল মাহমুদকে আবার সিলেটে বদলি করা হয়েছে। তবে এবার আর মহানগর পুলিশে নয়। অতিরিক্ত ডিআইজি হয়ে সিলটে রেঞ্জে ফিরছেন এই পুলিশ কর্মকর্তা।
এক সময় তিনি সিলেটের এডিসি ও ডিসি ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি সিলেট থেকে বদলি হয়েছিলেন। সর্বশেষ তিনি কর্মরত আছেন রাজশাহীর সারদায়।
এদিকে সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আমিনুর রহমানকে এসবিদে বদলি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT