সিলেটে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর তালতলার ‘ছাদী গেস্ট হাউস’-এর একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯) ও রোকেয়া বেগম (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাদী গেস্ট হাউসের ২য় তলার ৬০৬ নম্বর কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে হাতেনাতে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত এসএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT