০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
									 
                     
                     
                    
                 
                                         সংবাদ শিরোনামঃ   
                                    
                            
                                সিলেটে আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা
																
								
							
                                
                              							  স্টাফ রিপোর্টার :									
								
                                
                                - আপডেট সময়ঃ ০৯:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
 - / ১৩৯ বার পড়া হয়েছে।
 

সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত চলছে। শনিবার (১০ মে) বিকাল ৩টা থেকে নগরীর চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও জুলাই ঐক্যসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
জমায়েতে অংশগ্রহণকারীদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না করা পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।
তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করেন নি। এতে আমরা বিক্ষুব্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এদিকে গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা-সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
                                 ট্যাগসঃ 
                                                            
                   
                        
                            
																			
										















