০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

সিলেটে আড়াই কোটি টাকার চোরাইপণ্য জব্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময়ঃ ১১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে।

সিলেটে পাথর ও বালুমহালে শ্রমজীবিকার ঐতিহ্যবাহী বারকি নৌকায় এবার ফেনসিডিলসহ প্রায় আড়াই কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রবিবার (২০ জুলাই) বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, শনপাপড়ি, সুপারি, চিনি, ফেনসিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল লামাশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা জব্দ করে। জব্দ করা চোরাইপণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা।

অভিযানে বিজিবি সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোরাইপণ্য গন্তব্যে নিয়ে যেতে বারকি নৌকা ব্যবহার করছিল চোরাচালানিরা। বিজিবির টহল দেখে বারকি ফেলে চোরাচালানির বাহকেরা পালিয়ে যায়। এর মধ্যে সাতটি বারকি নৌকায় ছিল ফেনসিডিল।

৪৮ বিজিবির অধিনায়কের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা হয়। জব্দ করা চোরাচালানির মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটে আড়াই কোটি টাকার চোরাইপণ্য জব্দ

আপডেট সময়ঃ ১১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

সিলেটে পাথর ও বালুমহালে শ্রমজীবিকার ঐতিহ্যবাহী বারকি নৌকায় এবার ফেনসিডিলসহ প্রায় আড়াই কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রবিবার (২০ জুলাই) বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, শনপাপড়ি, সুপারি, চিনি, ফেনসিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল লামাশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা জব্দ করে। জব্দ করা চোরাইপণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা।

অভিযানে বিজিবি সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোরাইপণ্য গন্তব্যে নিয়ে যেতে বারকি নৌকা ব্যবহার করছিল চোরাচালানিরা। বিজিবির টহল দেখে বারকি ফেলে চোরাচালানির বাহকেরা পালিয়ে যায়। এর মধ্যে সাতটি বারকি নৌকায় ছিল ফেনসিডিল।

৪৮ বিজিবির অধিনায়কের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা হয়। জব্দ করা চোরাচালানির মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন