সিলেটে ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন ফরিদ মিয়া (৪৫) নামে এক রাখাল। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। ওইসময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী একটি সরকারি জিপ গাড়ি কমপ্লেক্সের প্রধান গেট দিয়ে প্রবেশকালে ফরিদ মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে। নিহতের ভাই শরীফ বলেন, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরেও গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাজি তবারক হোসেন বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাড়িচালককে আটক করা হয়। পরে বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে। নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতাম।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT