সিলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর র্যালিতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোগলাবাজার ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দুপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) র্যালি বের করা হয়। র্যালিতে ছাত্র-জনতা অংশ নেয়। তারা মোগলাবাজার রেলগেট এলাকায় পৌঁছলে জাহানপুর গ্রামের কিছু লোক র্যালিতে ঢুকে পড়ে। তারা জোর করে একটি অটোরিকশা ঢুকিয়ে দেয় এবং মাইক কেড়ে নেয়। এক পর্যায়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন সাংবাদিকও আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন র্যালির আয়োজকরা।
তালামীযে ইসলামিয়ার পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু বলেন, শান্তিপূর্ণ র্যালিতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালালে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ১০-১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাংবাদিক রুশেল আহমদের অবস্থা গুরুতর। অন্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঈদে মিলাদুন্নবীর (সা.) র্যালিতে হামলার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে শুনেছি। এখনও পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT