সিলেটে উল্টো রথযাত্রা শনিবার

- আপডেট সময়ঃ ০৬:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা এবার অনুষ্ঠিত হবে শনিবার ৫ জুলাই। এ উপলক্ষে বিকেল ৩টায় সিলেট নগরীর ইসকন মন্দির থেকে তিনটি ফোল্ডিং রথ বের হবে। রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কিছু ট্রাফিক নির্দেশনা জারি করেছে।
ইসকন সূত্র জানায়, রথযাত্রাটি শুরু হবে সিলেট ইসকন মন্দির (কাজলশাহ্) থেকে। সেখান থেকে রথ অগ্রসর হবে রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, মদনমোহন কলেজ গেট, রিকাবীবাজার, মধুশহীদ হয়ে আবার মন্দিরে ফিরে আসবে।
এর আগে গত ২৭ জুন শুক্রবার সিলেটসহ সারাদেশে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী জগন্নাথদেবের মূল রথযাত্রা। বৈদিক শাস্ত্র অনুযায়ী, আটদিন পর হয় ‘উল্টো রথ’, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ হলেন জগতের নাথ বা ঈশ্বর। তাঁর কৃপা লাভে মানুষের পুনর্জন্ম বন্ধ হয় না এবং ভগবত ধাম লাভ হয়। এই বিশ্বাস থেকেই হাজারো-হাজারো ভক্ত প্রভুর দর্শনে রথযাত্রায় অংশগ্রহণ করেন।