০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সিলেটে গাড়িচালকের হাতে তরুণী ধ’র্ষ‘ণ ও আর্থিক প্র’তা’র’ণা‘র শিকার ,গ্রে’ফ’তা’র ১।

স্টাফ রির্পোটার
  • আপডেট সময়ঃ ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ১৮০ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাইভেটকার চালক আক্তার আলী (২৮)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সিলেট থেকে ট্রেনে করে মায়ের সাথে বাড়ি ফেরার পথে কিশোরীটি ভুল স্টেশনে নেমে যায়। পরে এক গাড়িচালকের হাতে ধর্ষণ ও আর্থিক প্রতারণার শিকার হয়।

জানা যায়, কিশোরী ও তার মা সিলেট থেকে ভানুগাছ স্টেশনের আসনবিহীন টিকিট কেটে ট্রেনে ওঠেন। ট্রেনে প্রচণ্ড ভিড়ের মধ্যে কুলাউড়া স্টেশনে এসে কিশোরী ভানুগাছ মনে করে নেমে যায়। ট্রেন চলে যাওয়ার পর সে মাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে। পরবর্তী ট্রেনের অপেক্ষা করার সময় প্রাইভেটকার চালক আক্তার আলী তার সাথে কথা বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। আক্তার আলী কিশোরীকে সিলেট শহরের একটি হোটেলে নিয়ে যায় এবং পরে তাকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া, কিশোরীর মোবাইল ফোন কেড়ে নিয়ে তার এক আত্মীয়ের সাথে ইমো অ্যাপে যোগাযোগ করে ২০ হাজার টাকা দাবি করে।

কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সোমবার রাতে সিলেটের কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং এ সময় আক্তার আলীকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিপক দেওয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আক্তার আলী তার অপরাধ স্বীকার করেছেন। তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন