০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

সিলেটে চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে রেস্টুরেন্টের কর্মচারী নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময়ঃ ০৭:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে।

সিলেট নগরীর কাজিরবাজারে চা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে নগরীর কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আব্বাস নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত কর্মচারীর রুমন মিয়া (২২), তিনি দক্ষিণ ‍সুরমার জালালপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিরঞ্জন ঘোষের রেস্টুরেন্টে চা পান করতে আসেন আব্বাস নামে এক ব্যক্তি। রেস্টুরেন্ট সবে খোলা হয়েছে ও চা দিতে একটু দেরি হবে বলে ওই ব্যক্তিকে জানান কর্মচারী রুমন। এ নিয়ে তাকে গালিগালাজ আব্বাস। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তাৎক্ষণিক হোটেল মালিকসহ ও অন্যরা বিষয়টি সমাধান করে দেন। পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান আব্বাস নামে ওই ব্যক্তি। কিন্তু কিছুক্ষণ পর তিনি কয়েকজন লোকসহ রেস্টুরেন্টে ঢোকেন এবং কর্মচারী রুমনের ওপর হামলা চালান। একপর্যায়ে এক রুমনকে ছুরিকাঘাত করে আব্বাসসহ অন্যরা পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় কর্মচারী রুমনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেস্টুরেন্টের মালিক রিঞ্জন ঘোষ জানান, চা দিতে দেরি হওয়ার আব্বাস তাকে গালিগালাজ করে। পরে সকাল ৯টার দিকে লোকজন নিয়ে হামলা করে। ওই সময় দোকান ভাঙচুর ও টাকা পয়সাও নিয়ে যায় তারা।

কোতোয়ালি থানার পরিদর্শক সামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কারা রুমনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। বাড়ি থেকে রুমনের ভাইসহ স্বজনরা এসেছেন। রেস্টুরেন্টের মালিককেও জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে চা দেওয়া নিয়ে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্বাসকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেটে চা দিতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে রেস্টুরেন্টের কর্মচারী নিহত

আপডেট সময়ঃ ০৭:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

সিলেট নগরীর কাজিরবাজারে চা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক রেস্টুরেন্ট কর্মচারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে নগরীর কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আব্বাস নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত কর্মচারীর রুমন মিয়া (২২), তিনি দক্ষিণ ‍সুরমার জালালপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিরঞ্জন ঘোষের রেস্টুরেন্টে চা পান করতে আসেন আব্বাস নামে এক ব্যক্তি। রেস্টুরেন্ট সবে খোলা হয়েছে ও চা দিতে একটু দেরি হবে বলে ওই ব্যক্তিকে জানান কর্মচারী রুমন। এ নিয়ে তাকে গালিগালাজ আব্বাস। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তাৎক্ষণিক হোটেল মালিকসহ ও অন্যরা বিষয়টি সমাধান করে দেন। পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান আব্বাস নামে ওই ব্যক্তি। কিন্তু কিছুক্ষণ পর তিনি কয়েকজন লোকসহ রেস্টুরেন্টে ঢোকেন এবং কর্মচারী রুমনের ওপর হামলা চালান। একপর্যায়ে এক রুমনকে ছুরিকাঘাত করে আব্বাসসহ অন্যরা পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় কর্মচারী রুমনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেস্টুরেন্টের মালিক রিঞ্জন ঘোষ জানান, চা দিতে দেরি হওয়ার আব্বাস তাকে গালিগালাজ করে। পরে সকাল ৯টার দিকে লোকজন নিয়ে হামলা করে। ওই সময় দোকান ভাঙচুর ও টাকা পয়সাও নিয়ে যায় তারা।

কোতোয়ালি থানার পরিদর্শক সামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কারা রুমনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। বাড়ি থেকে রুমনের ভাইসহ স্বজনরা এসেছেন। রেস্টুরেন্টের মালিককেও জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে চা দেওয়া নিয়ে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্বাসকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন