সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সিলেটে ছড়ানো ভুয়া মনোনয়ন–তালিকা নিয়ে বিএনপির কড়া সতর্কতা

স্টাফ রিপোর্টার | sylhet21.com
  • আপডেট সময়ঃ ০৭:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১৮৪ বার পড়া হয়েছে।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিএনপির মনোনয়ন–তালিকার এটি  ভুয়া তথ্য বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – মনোনীত প্রার্থীর তালিকা (সিলেট বিভাগ)’ শিরোনামে প্রচারিত ওই চিঠিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের কয়েকটি আসনে প্রার্থীর নাম দেখানো হয়েছে। দলীয় লোগো, প্যাড ও স্বাক্ষর ব্যবহার করে এটিকে আসল প্যাডএর মতো দেখানোর চেষ্টা করা হয়েছে।

তবে বিএনপি–সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে যে তালিকা সম্পূর্ণ মিথ্যা এবং কেন্দ্রীয়ভাবে এমন কোনো তালিকা প্রকাশ করা হয়নি। এ ধরনের ভুয়া তালিকা ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

কী রয়েছে ভুয়া তালিকায় ? 

ভাইরাল হওয়া ওই তালিকায় সিলেট বিভাগের মোট ছয়জনকে মনোনয়ন–প্রাপ্ত হিসেবে দেখানো হয়েছে। এতে একজন সিনিয়র যুগ্ম মহাসচিবের নাম ও স্বাক্ষরও জুড়ে দেওয়া হয়েছে, যা বাস্তবে যাচাই করে মেলেনি।

বিএনপির অবস্থান ? 

দলের পক্ষ থেকে জানানো হয়—
“সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে, যাচাই–বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথাকথিত মনোনয়ন–তালিকা বিশ্বাস না করতে। আনুষ্ঠানিক তালিকা কেবলই দলের কেন্দ্রীয় দপ্তর থেকে ঘোষণা করা হবে।”

ভুয়া তথ্য ছড়ানোর উদ্দেশ্য

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে এ ধরনের ভুয়া তথ্য  ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, দলীয় কর্মীদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ানোই এর মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য