সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান জাবের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সতপুর ইউনিয়নের বর্ণি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি বর্ণি সতপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।
পুলিশ জানায়, গত রোববার (২৩ মার্চ) ভোর ৫ টার দিকে কোতোয়ালী মডেল থানার নাইওরপুল এলাকায় আনুমানিক ২০/২৫ জনের একটি মিছিল বের হয়। যা স্যোশাল মিডিয়ায় আসে। পরে পুলিশ বিভিন্ন মাধ্যম হতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহনকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযানে নামে।
এর অংশ হিসেবে এক সাড়াশী অভিযানে মঙ্গলবার ভোরে বড়লেখা থেকে জাবেরকে গ্রেফতার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জাবেদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। শিঘ্রই তাদের গ্রেফতার করা হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT