সিলেটে রাহাত হোসেন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নগরীর লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে। রাহাত নগরীর বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে।
পরিবার জানায়, ধারালো অস্ত্রের আঘাতে রাহাতের হাত ও পায়ের রগ কেটে গেছে। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাহাতের বাবা বলেন, মঙ্গলবার রাতে রাহাতের এক বন্ধুর বাবা মারা যান। বন্ধুর সঙ্গে দেখা করতে যায় সে। সেখানে হেলমেট পরে কয়েকজন এসে তাঁকে কুপিয়ে চলে যায়। হাত ও পায়ের রগ কেটে যাওয়ার পাশাপাশি রাহাতের পায়ের হাড় ভেঙে গেছে। বাম হাতের দুটি আঙুল আলাদা হয়ে গেছে। সারা শরীরেই জখম রয়েছে।
রাহাতের ভাই ফাহিম হোসেন বলেন, কে বা কারা আমার ভাইকে কুপিয়ে আহত করেছে, তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আপাতত আমরা তাঁর চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছি। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাহাতের অস্ত্রোপচার হবে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত রাহাতের ওপর হামলা চালায়। তাঁর পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। হামলাকারীদের বিষয়ে পরিবার কিছু জানায়নি। চিকিৎসা শেষে তারা বিস্তারিত জানাবে বলেছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT