সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের বড়গুল এলাকায় এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা জুবায়ের আহমদ (৫৩) বড়গু গ্রামের বাসিন্দা। তিনি ডা. তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, ‘বড়গুল গ্রামের মইন উদ্দিনের ছেলে নয়ন মাদ্রাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’ তারা জানান, এর আগেও একটি হত্যা মামলায় নয়ন জেল খাটে।
এ বিষয় নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে জুবায়েরকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT