সিলেটে জিবিসি আইটি কোম্পানির গ্রান্ড ওপেনিং সম্পন্ন
আইটি নির্ভর বিশ্বে যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশ ও জাতিকে এগিয়ে নিতে এই প্রথম এত বিশাল পরিসরে সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টাস্থ মানরু শপিং সিটির ষষ্ঠ তলার পুরো এরিয়া জুড়ে আইটি জগতের বহুমাত্রিক প্রকল্প তথা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, আউট সোর্সিং, আইএলটিএস,ভিসা প্রসেসিং টিকেটিং ইত্যাদি কার্যক্রম শুরু করতে অদ্য ২৭ জুলাই শনিবার শুভ উদ্বোধন হয়েছে GBCIT কোম্পানি।
কোম্পানির চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব এর সভাপতিত্বে এবং ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর যথাক্রমে
আব্দুল হাকিম ও মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরীর যৌথ সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কপালী সহ বিভিন্ন সেলিব্রেটি, আইটি ও মিডিয়াব্যক্তিত্ব বিভিন্ন প্রতিষ্টান প্রধান, শিক্ষকমন্ডলী, সমাজসেবী, ব্যবসায়ীবৃন্দ ও ডিরেক্টরবৃন্দের পরিজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। মাওলানা কারী রায়হান আহমদ এর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে
কেক ও ফিতা কর্তনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ইঞ্জিনিয়ার দেলওয়ার হোসেন বিভিন্ন স্লাইড শো উপস্থাপনার মাধ্যমে কোম্পানির ডাইরেক্টর পরিচিতি,ভিশন মিশনসহ সবকিছু বিস্তারিত ধারনা পেশ করেন।আমন্ত্রিত অতিথিবৃন্দের মুল্যায়নধর্মী বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানের সভাপতি ঋতু রঞ্জন দেব সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আগতদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করা হয়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225