মাসিক পারফরম্যান্স বিবেচনায় গত জুলাই মাসে সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হয়েছেন বিয়ানীবাজার থানার আশরাফ উজ্জামান। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এ সংক্রান্ত সনদ তুলে দেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।
ওসি আশরাফ উজ্জামান এজন্য বিয়ানীবাজার থানা পুলিশের সকল সদস্য এবং উর্দ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে আশরাফ উজ্জামান যোগদানের পর স্থানীয় আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।
বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা কিংবা আলোচিত মব’ও এ থানা এলাকায় ঘটেনি।
স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সেবা গ্রহীতারা থানা পুলিশের উপর সন্তুষ্ট।
গত ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি বিয়ানীবাজার থানায় যোগদান করেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT