সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

- আপডেট সময়ঃ ০৪:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুহেল আহমদ (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহেল আহমদ দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট শহর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় পড়ে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এর চালক ও যাত্রীরা, প্রাইভেট কারের চালক এবং মোটরসাইকেল আরোহী আহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথেই মারা যান গুরুতর আহত রুহেল আহমদ। আহতদের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।