সিলেটের বিভিন্ন সীমান্তে দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ও বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ও বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার এলাকা।
এ সময় বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, শীতের কম্বল, শাড়ী, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ, পেয়াজ, মেহেদি এবং বাংলাদেশ হতে পাচারকালে আটককৃত বাংলাদেশী রসুন। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, ‘সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।’ তিনি আরও জানান, ‘আটককৃত চোরাচালানী মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225