সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

- আপডেট সময়ঃ ০৯:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে।

ব্যস্ত সড়কে যানজট নিয়ন্ত্রণে কর্তব্যরত ট্রাফিক পুলিশ হাত ইশারায় সিগনাল দেন। এই সিগনাল দেখে ভয় পান এক পিকআপচালক। গাড়িটি ট্রাফিক সিগনালের মধ্যে ফেলে রেখে দৌড়ে পালান। চালক পালানোয় ট্রাফিক পুলিশ পিকআপটিতে গিয়ে দেখেন কয়েকটি বস্তা। গুনে গুনে ৯টি বস্তা থেকে বের করা হয় ভারতীয় মদের বোতল।
রবিবার (১০ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাফিক পুলিশের হাতে পিকআপ ভ্যানটি চালকবিহীন অবস্থায় ট্রাফিক পুলিশের হাতে জব্দ হয়। পিকআপে ৯টি বস্তায় ১৯০ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকা পাওয়া গেছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক ডিউটিকালে ট্রাফিক সার্জেন্ট জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ট্রাফিক নিয়ন্ত্রণকালে সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামার সিগনাল দেন। সিগনাল দেওয়ার পর পিকআপটির চালক গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যান। তাৎক্ষণিক পয়েন্টে ডিউটিরত সার্জেন্ট জাহিদ হোসেন এগিয়ে এসে পিকআপটি তল্লাশি করে ৯ বস্তা ভারতীয় মদসহ পিকআপটি জব্দ করেন।
বস্তা গণনা করে প্রতিটি ৩৭৫ মিলির ১৯০ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকা জব্দ করা হয়। পরবর্তী সময়ে পিকআপসহ মদ জব্দ তালিকা করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা করে গাড়ি নম্বরের সূত্র ধরে জড়িতদের সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।