সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

- আপডেট সময়ঃ ০৪:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালানকালে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ও শনিবার (২৬ জুলাই) ভোরে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি এক প্রেসবিজ্ঞতিতে জানা গেছে, সিলেটের বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বিওপি’র টহল টিম অভিযান করে ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, চকলেট, গরু ও বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।
এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।