তাদের তিনজনের বিরুদ্ধে নানা অভিযোগ। জালিয়াতি সংঘর্ষসহ আরও নানা অপরাধের সঙ্গে জড়িত তারা। এমনকি জমি দখল, সরকারি কাজে বাধা প্রদান বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগও আছে। দীর্ঘদিন থেকে হন্য হয়ে পুলিশ তাদের খোঁজছিল। আর কৌশলে আত্মগোপনে থেকে তারা তাদের অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিল। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে তাদের খাঁচায় পুরেছে পুলিশ।
তারা হলেন সিলেট মহানগরীর সাগরদিঘীরপাড় এলাকার সনাতন দাস তালুকদার ও দিনমনি বালা দাসের ছেলে হিমাংশু কুমার দত্ত (৫৫), লোহারপাড়া কাজী জালাল উদ্দিন আবাসিক এলাকার মৃত মতি মিয়া ও জাহানারা বেগমের ছেলে ইকবাল মিয়া (৫২) ও জালালাবাদ থানাধীন সাদিপুর সোনাতলার মৃত মীর বক্স ও লবজান বিবির ছেলে ইকবাল মিয়া (৬৮)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মধুশহীদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানাপুলিশ।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৬/৭/৮/২৫) রয়েছে।
তাদের তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণামাধ্যম) মো. সাইফুল ইসলাম।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225