জরুরি মেরামত ও সংরক্ষণ কাজে বৃক্ষ কর্তনের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৮ আগস্ট) বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ‘নেদারল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর ২০২৫’ উপলক্ষ্যে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের জন্য জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের অংশ হিসাবে বৃক্ষ কর্তনের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ৭টা হতে বিকাল ৩টা পর্যন্ত সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ও তৎসংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এজন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT