
সিলেট নগরীর কাস্টগড় এলাকায় মাদকের আস্তানায় হানা দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানকালে ২৫ জনকে আটক করা হয়েছে।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে জানান-বিকাল ৫টার দিকে কাষ্টঘর সুইপার কলোনিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রয় ও মাদক বিক্রির নগদ অর্থসহ সমোট ২৫ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে নারীও রয়েছেন।
জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে-২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুরিয়া গাঁজা, ১৫৮ লিটার চোলাই মদ ও মাদক কেনাবেচার ৫৭ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225