‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে মাসব্যাপী সিলেটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশ যুব সংগঠন সিলেট জেলার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আশপাশে ১০০টি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সভাপতি, অভিনয়শিল্পী ও যুব সংগঠক মোঃ কামাল।
কামাল পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে সকল সংগঠনের সদস্যদেরকে নিয়মিতভাবে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে প্রতিটি সদস্যের অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অধিক পরিমাণে বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিলেটের অন্যতম একটি সংগঠন দেশ যুব সংগঠন সিলেট আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের, সিনিয়র সহ সভাপতি শীমা রানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, ঊষা কর, মহিলা বিষয় সম্পাদিকা অনন্যা বিশ্বাস, বিশিষ্ট কণ্ঠশিল্পী রীতা রানী তালুকদার ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সহ প্রমুখ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225