সিলেটে রাস্তায় পেট্রোল ঢেলে রিকশাচালকের আত্মাহুতি

- আপডেট সময়ঃ ০৯:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে।

সিলেট শহরে সাত সকালে রাস্তায় পেট্রোল ঢেলে আত্মাহুতি দিয়েছেন মনসুর মিয়া (৩৬) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক। পুলিশি ধরপাকড়ে রুটি-রুজির পথ বন্ধ হওয়ার হতাশা থেকে তিনি এ আত্মাহুতি দেন বলে জানিয়েছেন পরিচিতজনরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নগরের মিরাবাজার এলাকার একটি গলিপথে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে, সকাল সাড়ে ৭টা, ব্যস্ত রাস্তা তখন অনেকটাই ফাঁকা। রাস্তার এক পাশে হঠাৎ এক লোকের গায়ে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। পাশে দাঁড় করানো ছিল একটি খালি রিকশা। ঘটনা বুঝে ওঠার আগেই পুড়ে অঙ্গার হয়ে যান তিনি। পরে স্থানীয় কিছু লোকজন দগ্ধ ওই ব্যক্তিকে শনাক্ত করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া লাশ উদ্ধার করে।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৩ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন দাউদাউ রিজভী মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে মনসুর একই এলাকার হোটেল জাহানের সামনের গলির ভেতর এসে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মারা যান। তার বাড়ি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামে। তার বাবার নাম জামিউল ইসলাম।’