সিলেটে শাপলা কাব ও শ্রেষ্ঠ কাব স্কাউট অ্যাওয়ার্ড পেলেন বিয়ানীবাজারের আশফাক ওয়াদুদ ও হুমায়রা ওয়াদুদ

- আপডেট সময়ঃ ০৭:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে।

সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান। স্কাউটদের উচ্ছ্বাস, অভিভাবকদের প্রশংসা এবং অতিথিদের শুভেচ্ছায় পুরো অডিটোরিয়াম এক উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।
অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসেন বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার কোষাধ্যক্ষ স্কাউটার মোঃ আব্দুল ওয়াদুদ (এএলটি)–এর দুই সন্তান। তার ছেলে মোঃ আশফাক ওয়াদুদ ২০২১ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট নির্বাচিত হন। আর তার মেয়ে হুমায়রা ওয়াদুদ ২০২৩ সালে কাব স্কাউট শাখার সর্বোচ্চ সম্মান শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন এবং বিভাগীয় কমিশনারের হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মান গ্রহণ করেন।
তাদের এই সাফল্য অনুষ্ঠানে উপস্থিত স্কাউট, অভিভাবক এবং অতিথিদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক মোঃ রেজা–উন–নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। তারা স্কাউটিংকে সেবামূলক, মানবিক ও নেতৃত্বগুণ বিকাশের অন্যতম শক্তিশালী কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে স্কাউট আন্দোলনের মাধ্যমে আলোকিত নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অতিথিবৃন্দ স্কাউটদের দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেম গঠনে স্কাউটিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।
আনন্দ, উৎসাহ ও সাফল্যের গল্পে ভরপুর এ আয়োজন স্কাউটিং পরিবারের এক মহোৎসবে পরিণত হয়।

















