১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সাহাব উদ্দিন কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় মূল অভিযুক্ত ও বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। পরে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) দায়ের করা মামলায় আজ রোববার আদালত তাকে কারাগারে পাঠান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, গত ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএমডির মহাপরিচালক বাদী হয়ে অজ্ঞাত দুই হাজার জনের বিরুদ্ধে পাথর লুটের অভিযোগে ওই মামলা করেন। মামলায় এ পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছেন।

এদিকে আজ দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। মহানগর পুলিশের পরিদর্শক (কোর্ট) মো. জামশেদ আলম জানিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে-৭ তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। তবে রিমান্ডের শুনানি হয়নি। পরে আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

র‌্যাব জানিয়েছে, ভোলাগঞ্জে পাথর লুটের অন্যতম অভিযুক্ত সাহাব উদ্দিন। র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় সাতটি মামলা রয়েছে।

ভোলাগঞ্জ থেকে পাথর লুটের ঘটনায় সবার আগে নাম আসে সাহাব উদ্দিন ও তার লোকজনের। এ অবস্থায় গত ১০ ও ১১ আগস্ট সাদাপাথর এলাকা থেকে প্রকাশ্যে পাথর লুটের ভিডিও ও ছবি ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। অভিযানে নামে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন