সিলেটের বিভিন্ন সীমান্তে চোরাচালানকালে ১ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বুধবার (২০ আগস্ট) পৃথক পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও সুরাইঘাট বিওপির পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০০ কেজি চিনি, ১৪৪ কেজি চা-পাতা জব্দ করে। জব্দকৃত পণ্যেে মূল্য চিনি ও চা-পাতার ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা। অন্যদিকে মঙ্গলবার (১৯ আগস্ট) জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ ২০০ কেজি টমেটো ও ২৭০ কেজি বাঁধাকপি জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য ২৭ হাজার ৫০০ টাকা। মোট জব্দকৃত মালামালের ১ লাখ ৬০ হাজার ১০০ টাকা।
জকিগঞ্জ ১৯ বিজিবি লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT