সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১১:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৯ বার পড়া হয়েছে।

সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরাচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে ১৯ বিজিবি। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র দায়িত্বাধীন ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বেটনোভেট-এন ক্রিমের ১৯ হাজার ৪০ পিস উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ২৮ লাখ ৫৬ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা চলছে। দেশের স্বার্থ রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে আমাদের অভিযান চলবে। জব্দকৃত ঔষধ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন