সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান দিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জের বরন্তর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাসেল আহমদ প্রকাশ রাফি (২৬), হবিগঞ্জের বানিয়াচং থানার কুশিয়া খাগাউড়া এলাকার মৃত মোহাম্মদ আব্বাসের ছেলে ইদন মিয়া (২৮)।
জানা গেছে, মঙ্গলবার নগরীর মদিনা মার্কেটস্থ আক্তার গ্রান্ড হোটেল এর পার্শ্ব গলি ভিতর প্রকাশ্য স্থানে অভিযান পরিচালনা করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তীর শিলং জুয়া খেলার নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে ২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তীর শিলং জুয়া খেলার নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT