১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময়ঃ ০২:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় আবারও ছেলেদের পেছনে ফেলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মেয়েরা। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছাত্রীদের জয়জয়কার। এই অর্জন শুধু পরিসংখ্যানগত সাফল্য নয়, শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতির একটি উজ্জ্বল দৃষ্টান্তও।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটিই কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ ১৩৯০৩২। এর মধ্যে পাসের দিক থেকে এগিয়ে মেয়েরা। এ ছাড়াও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকা শিক্ষা বোর্ড সব বোর্ডের চেয়ারম্যান ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণকারী মেয়েদের সংখ্যা ছিল ৭,৭৯,৭৫৭ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫,৫১,০৭৭ জন। মেয়েদের মধ্যে পাসের হার ৭০. ৬৭ শতাংশ।

অন্যদিকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণকারী ছেলেদের সংখ্যা ছিল ৭,৭৯,৭৫৭ জন ৬,৯৯,৫৫৩ জন। ছেলেদর মধ্যে পাস করেছেন ৪,৫৫,৪৭৭ জন। ছেলেদের মধ্যে পাসের হার ৬৫. ১১ শতাংশ।

এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯% বেশি পাস করেছেন এবং ৮,২০০ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এর মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্রের সংখ্যা ৬৫ হাজার ৪১৬ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ৮ হাজার ২০০ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ এবং ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

দাখিলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৪ হাজার ১৭৯ জন। অর্থাৎ মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছাত্ররা।

ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র দুই হাজার ২৯১ এবং ছাত্রীর সংখ্যা দুই হাজার ৬৫৭ জন।

গত কয়েক বছর ধরেই এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করছে। এই ধারাবাহিকতা শিক্ষার সর্বস্তরে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সাফল্যের প্রতিচ্ছবি। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সহযোগিতা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের ফলেই মেয়েরা শিক্ষায় এমন ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে পারছে। এই ধারা দেশের সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

আপডেট সময়ঃ ০২:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় আবারও ছেলেদের পেছনে ফেলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মেয়েরা। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই ছাত্রীদের জয়জয়কার। এই অর্জন শুধু পরিসংখ্যানগত সাফল্য নয়, শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতির একটি উজ্জ্বল দৃষ্টান্তও।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটিই কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ ১৩৯০৩২। এর মধ্যে পাসের দিক থেকে এগিয়ে মেয়েরা। এ ছাড়াও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকা শিক্ষা বোর্ড সব বোর্ডের চেয়ারম্যান ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণকারী মেয়েদের সংখ্যা ছিল ৭,৭৯,৭৫৭ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫,৫১,০৭৭ জন। মেয়েদের মধ্যে পাসের হার ৭০. ৬৭ শতাংশ।

অন্যদিকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণকারী ছেলেদের সংখ্যা ছিল ৭,৭৯,৭৫৭ জন ৬,৯৯,৫৫৩ জন। ছেলেদর মধ্যে পাস করেছেন ৪,৫৫,৪৭৭ জন। ছেলেদের মধ্যে পাসের হার ৬৫. ১১ শতাংশ।

এ বছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯% বেশি পাস করেছেন এবং ৮,২০০ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এর মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্রের সংখ্যা ৬৫ হাজার ৪১৬ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ৮ হাজার ২০০ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছেন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ এবং ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

দাখিলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৪ হাজার ১৭৯ জন। অর্থাৎ মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছাত্ররা।

ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র দুই হাজার ২৯১ এবং ছাত্রীর সংখ্যা দুই হাজার ৬৫৭ জন।

গত কয়েক বছর ধরেই এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করছে। এই ধারাবাহিকতা শিক্ষার সর্বস্তরে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সাফল্যের প্রতিচ্ছবি। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সহযোগিতা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের ফলেই মেয়েরা শিক্ষায় এমন ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে পারছে। এই ধারা দেশের সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন