রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার থেকে খুলেছে সিলেটের সকল মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন পর নিজ শিক্ষাঙ্গনে এসে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা।
মহানগরীর বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একে অপরের সঙ্গে ছুটির আনন্দ ও অনুভূতির কথা বলেছেন। শিক্ষকদের সঙ্গেও করেছেন ঈদ শুভেচ্ছা।
শিক্ষকরা বলছেন, স্কুল খোলার প্রথমদিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো তুলনামূলক কম।
গত ২ মার্চ থেকে শুরু হয় রমজান ও ঈদ উপলক্ষে ছুটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি, ফলে কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হয়। এদিকে গতকাল খুলেছে সকল প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা ও কলেজ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT