স্কটল্যান্ডে সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব গ্লাসগোর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বালগ্রেহিল কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সভাপতি এ কে এম যুবায়েরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হিমেল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব গ্লাসগো এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাইয়ুম (ইমাম, দাওয়াতুল ইসলাম মসজিদ (গ্লাসগো), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সম্পাদক মাওলানা ওলি আহমেদ (ইমাম, গ্লাসগো সেন্ট্রাল মসজিদ) ও কোষাধ্যক্ষ জনাব হিফজুর রহমান মোস্তাক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জাকারিয়া আহমদ।
এতে স্বাগত বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান সুমন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল হোসেন.
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কার্যনির্বাহী কমিটির সদস্য খাইরুল মিয়া ও কয়েস আহমেদ.
সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব গ্লাসগো এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসাইন.
উক্ত শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্লাসগোতে বসবাসরত সিলেটি কমিউনিটির নারী, শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে ইসলামী সংগীত ও নাশিদের আয়োজন করা হয়। এছাড়াও আগত শিশুদের জন্য উপহার সামগ্রী বন্টন করা হয়।
১১ সদস্য বিশিষ্ট দুই বছরের মেয়াদে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ রুপন রহমান, যোগাযোগ সম্পাদক বাছিত মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন ও মহিলা সদস্য লাবনী।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠন ও কমিউনিটির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং নৈশভোজের আয়োজন করা হয়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225