
বিয়ানীবাজারের কৃতী সন্তান ডা. জহির আহমদ চিকিৎসা ক্ষেত্রে এক অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
ডা. জহির আহমদের জন্ম বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকসী গ্রামে। শৈশব থেকেই মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে তিনি শিক্ষা ও পেশাগত জীবনে ধারাবাহিক সফলতা অর্জন করে আজ দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানে অধ্যাপক পদে অধিষ্ঠিত হলেন।
দীর্ঘদিন ধরে তিনি সার্জারি বিভাগে দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। জটিল ও গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারে তাঁর অভিজ্ঞতা ও অবদান চিকিৎসক মহলে বিশেষভাবে প্রশংসিত। রোগীসেবায় তাঁর নিষ্ঠা ও সততা তাঁকে একজন আদর্শ চিকিৎসক হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।
ডা. জহির আহমদের এই গৌরবজনক পদোন্নতিতে বিয়ানীবাজারবাসীসহ সিলেট অঞ্চলের সর্বস্তরের মানুষ গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225