০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সিলেট কারাগারে কাশিমপুরের সাবেক জেলসুপার শাহজাহান

ডেস্ক নিউজ
  • আপডেট সময়ঃ ১২:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গত বছর অবসরে যাওয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেলা সুপার শাহজাহান আহমেদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে তিনি সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকনুজ্জামান তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালতে বেঞ্চ সহকারি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শাহজাহান আহমেদের আগে চট্রগ্রামের জেলসুপার ছিলেন। সর্বশেষ তিনি কাশেমপুর কারাগারের দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাচিপুরের পরেশ আলী মিয়ার ছেলে। শাহজাহানের বিরুদ্ধে ২০২২ সালের ১৬ জানুয়ারি সিলেটে দুদক বাদী হয়ে মামলা করে। বর্তমানে স্পেশাল মামলা নং-৬/২৪।

সিলেট কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানিয়েছেন নিয়োগ-সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই সময় শাহজাহান চট্রগ্রামের জেলার ছিলেন। সেই মামলায় বুধবার তার জামিন নামঞ্জুর করেন আদালত। তিনি বর্তমানে সিলেট কারাগারে রয়েছেন। গত বছর শাহজাহান আহমেদ অবসরে যান বলে জানান জেলার।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেট কারাগারে কাশিমপুরের সাবেক জেলসুপার শাহজাহান

আপডেট সময়ঃ ১২:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গত বছর অবসরে যাওয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেলা সুপার শাহজাহান আহমেদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে তিনি সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকনুজ্জামান তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালতে বেঞ্চ সহকারি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শাহজাহান আহমেদের আগে চট্রগ্রামের জেলসুপার ছিলেন। সর্বশেষ তিনি কাশেমপুর কারাগারের দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাচিপুরের পরেশ আলী মিয়ার ছেলে। শাহজাহানের বিরুদ্ধে ২০২২ সালের ১৬ জানুয়ারি সিলেটে দুদক বাদী হয়ে মামলা করে। বর্তমানে স্পেশাল মামলা নং-৬/২৪।

সিলেট কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানিয়েছেন নিয়োগ-সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই সময় শাহজাহান চট্রগ্রামের জেলার ছিলেন। সেই মামলায় বুধবার তার জামিন নামঞ্জুর করেন আদালত। তিনি বর্তমানে সিলেট কারাগারে রয়েছেন। গত বছর শাহজাহান আহমেদ অবসরে যান বলে জানান জেলার।

নিউজটি শেয়ার করুন