০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার, শনিবার নির্বাচন

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে।

আগামী ১ নভেম্বর শনিবারেই হবে সিলেট চেম্বারের নির্বাচন। আজ বুধবার (২৯ অক্টোবর) হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে সিলেট চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে নির্দেশ দেন আদালত।

চেম্বারের পরিচালক পদপ্রার্থী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পূর্বনির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাইকোর্ট সূত্রে জানা গেছে, নির্বাচন স্থগিতের নির্দেশের বিরুদ্ধে কামরুল হামিদ ও অন্যান্যরা সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় রিট আবেদন (নং ১৭৬২৩/২০২৫) দায়ের করেন। রিটটি দাখিল করেন তাঁদের আইনজীবী অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন। ২৮ অক্টোবর রিটটি হাইকোর্টের কোর্টে উত্থাপিত হয়।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন স্থগিত করা হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সোমবার (২৭ অক্টোবর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল ও স্মারকলিপি প্রদান করে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানায়।

নেতৃবৃন্দ তখন জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে করা অভিযোগ প্রত্যাহার করা হলে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা গত ২৬ অক্টোবর এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। তালিকা যাচাই-বাছাইয়ের বিষয়টি উল্লেখ করে পুনঃতফসিলের পর নতুন তারিখ নির্ধারণের কথা বলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন