সিলেট জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে বিয়ানীবাজার উপজেলা দলের হয়ে খেলতে নেমে গুরুতর আহত হয়েছেন তারকা ফুটবলার জিল্লুর রহমান। সোমবার (১৮ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়ামে বিশ্বনাথ উপজেলার বিপক্ষে অনুষ্ঠিত খেলায় এ দুর্ঘটনা ঘটে।
খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর বল নিয়ে ঢোকার সময় বিশ্বনাথের গোলরক্ষক গোল বাঁচাতে অবৈধ
ট্যাকল করেন। এসময় জিল্লুরের ডান পায়ের হাঁটুর নিচের দুটি হাড় ভেঙে যায়। এর আগে পেনাল্টি থেকে তার দেয়া একমাত্র গোলে বিয়ানীবাজার দল ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। তবে ইনজুরির কারণে খেলা থেকে ছিটকে পড়ে বিয়ানীবাজার দল, এবং শেষ পর্যন্ত পরাজিত হয়।
জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন।
তিনি একাধিক দলের হয়ে মাঠ মাতিয়েছেন। সর্বশেষ মৌসুমে বাংলাদেশ পুলিশ এফসির জার্সি গায়ে মাঠে নামেন এই আক্রমণভাগের ফুটবলার।
তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশী গ্রামে।
গুরুতর ইনজুরিতে আক্রান্ত এ প্রতিভাবান ফুটবলারের চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা ফুটবল দলের খেলোয়াড়রা।
ফুটবলপ্রেমীরা আশা করছেন, যথাযথ চিকিৎসা ও সেবায় দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন জনপ্রিয় ফুটবলার জিল্লুর রহমান
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT