সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান

- আপডেট সময়ঃ ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৫৮ বার পড়া হয়েছে।

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর হলে এই অঞ্চলের মানুষের সময় ও অর্থের অপচয় হবে। দুর্ভোগ চরমে পৌঁছাবে। যেখানে ভূমি সংক্রান্ত বিষয় দ্রুততম সময়ের মধ্যে সমাধান সময়ের দাবি। সেখানে সিলেটের সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের মাধ্যমে সিলেট অঞ্চলের ভূমি সংক্রান্ত বিষয় আরও জটিল ও দীর্ঘসূত্রিতার হবে।
নেতৃবৃন্দ, সিলেটের সাধারণ মানুষের স্বার্থে জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।