১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সিলেট-তামাবিল মহাসড়কের বাস চাপায় মোটরসাইকেল আরোহী নি/হ/ত

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৯:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ৫৫ বার পড়া হয়েছে।

সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরূফৌদ) এলাকায় বাসচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন, ঘাতক বাসচালক পালিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী বাসগাড়ীর সাথে দরবস্ত হতে জৈন্তাপুরগামী ২টি মটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর ৪জন গুরুত্বর আহত হন। ঘটনার পর পর ঘাতক বাস দ্রুত পালিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।

নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে তালহা (১৭)। আহতরা হলেন সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল (২০), একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ (১৮), মনির আলীর ছেলে শাহরিয়ার (২০), আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ (২২) এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী (১৫)। ঘটনার পর পর সিলেট তামাবিল মহাসড়ক প্রায় ১ঘন্টা যান চলাচল বন্দ ছিল।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত তালহার মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ২টি মটর সাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত ২টি মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসগাড়ী আটকের তৎপরতা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন