সিলেট নগরীতে প্রায় ১ লাখ হোল্ডিং রয়েছে। লোকসংখ্যা প্রায় ১০ লাখ। প্রতিদিন নগরীতে ৫০০ টন বর্জ্য উৎপাদন হচ্ছে। সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বুধবার নগরভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর।
সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত তথ্য তুলে ধরেন বেসরকারি সংস্থা এসএনভির ক্লাস্টার কো-অর্ডিনেটর রহিমা বেগম।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সমাজসেবি শামা হক চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, কলামিস্ট আফতাব চৌধুরী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাংবাদিক ওয়েছ খসরু, শাহ দিদার আলম চৌধুরী নবেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, বেলা’র বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, ধরিত্রি রক্ষায় আমরার (ধরা) সদস্যসচিব আব্দুল করিম কিম প্রমুখ।
বক্তারা বলেন, সিসিকের বর্জ্য অপসারণ অত্যন্ত চ্যালেঞ্জিং। আমরা সেই কাজ আন্তরিকতার সঙ্গে করছি। বর্জ্য ব্যবস্থাপনায় আরও গতি আনতে সিটি করপোরেশন এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আমরা এ বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT