
সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌণে ৪টার দিকে গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়ন প্রার্থীরা হলেন-সিলেট-৪ গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরী।
হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের সাবেক সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াক।
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ নাসির উদ্দিন চৌধুরী।
সুনামগঞ্জ-৪, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন মো. নুরুল ইসলাম।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225