০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

সিলেট বিমান বন্দর থেকে বাহুবলে আসছেন ইংলিশ ফুটবলার হামজা

বাহুবল প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৯:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১৪০ বার পড়া হয়েছে।

সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হবে বাংলাদেশি বংশদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর। তার আগে দেশে আসবেন তিনি। যাবেন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে পৈতৃক ভিটায়। তাকে বরণ করতে সেখানে শুরু হয়েছে নানা আয়োজন ও পরিকল্পনা।

জানা গেছে, আগামী ১৮ মার্চ সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। সেখান থেকে যাবেন গ্রামের বাড়ি স্নানঘাটে। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও সময় কাটাবেন। গ্রামের বাড়িতে হামজার অর্থায়নে নির্মিত হয়েছে এতিম খানা, মসজিদ ও মাদ্রাসা। এতিম শিক্ষার্থীদের সঙ্গে তার কুশল বিনিময়ের কথা রয়েছে।

স্থানীয়রা জানান, হামজা দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় এবং জাতীয় দলে হামজার অভিষেক হতে যাওয়ায় খুশি তারা। তার সফলতা কামনা করেন গ্রামবাসী। আনিছ মিয়া নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, আমাদের গ্রামের একজন ইংল্যান্ডের লিগে খেলে ও বাংলাদেশ দলে খেলবে এটা গর্বের বিষয়। হামজা দেওয়ান চৌধুরীর পিতা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, দেশের প্রতি ছোট থেকেই টান অনুভব করেন হামজা। যে কারণে সে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এতে আমি গর্বিত। আমি চাই, দেশ ও দেশের মানুষের প্রতি তার মায়া ও ভালোবাসা অটুট থাকুক।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য