১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০২:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট ৬৮.৫৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। এবার সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে এ ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি জানান, এবছর মোট পরীক্ষার্থী ছিলো-১ লক্ষ ২ হাজার ২১৯ জন। এরমধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন।

বিভাগ ভিত্তিক ফলাফলে জানা যায়, বিজ্ঞান  বিভাগে ৭৭.৪৭ শতাংশ, মানবিকে ৬৪.৭১ শতাংশ এবং ব্যবসা প্রশাসনে ৭৬.৯৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়।

ফল দেখবেন যেভাবে-
শিক্ষাবোর্ড গুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪

আপডেট সময়ঃ ০২:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট ৬৮.৫৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। এবার সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে এ ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি জানান, এবছর মোট পরীক্ষার্থী ছিলো-১ লক্ষ ২ হাজার ২১৯ জন। এরমধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন।

বিভাগ ভিত্তিক ফলাফলে জানা যায়, বিজ্ঞান  বিভাগে ৭৭.৪৭ শতাংশ, মানবিকে ৬৪.৭১ শতাংশ এবং ব্যবসা প্রশাসনে ৭৬.৯৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়।

ফল দেখবেন যেভাবে-
শিক্ষাবোর্ড গুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন