জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ৩টায় কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা পিপিএম।
সভায় আসন্ন জন্মাষ্টমী উৎসবের নিরাপত্তা, শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এবারও জন্মাষ্টমী শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে। প্রয়োজনে অনুষ্ঠান পূর্বে আরেক দফা বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাস, সিলেট সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শিবব্রত ভৌমিক, সদস্য সচিব রাজীব দেব রাজু, দক্ষিণ সুরমা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিনাক কর প্রমুখ।
সভায় সবপক্ষ একটি সফল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জন্মাষ্টমী উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT