প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৩:৩৪ পি.এম
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গরু-মহিষ আটক

সিলেট সীমান্তে চোরাচালানকালে প্রায় ২ কোটি টাকা ভারতীয় মহিষ ও গরু আটক আটক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানাগেছে, সিলেট সীমান্ত এলাকার বাংলাবাজার, লাফার্জ, উৎমা বিওপির অভিযান পরিচালনা করে
বিপুল পরিমাণ ভারতীয় মহিষ ও গরু আটক করে। আটককৃতন পণ্যের মূল্য প্রায় ২ কোটি টাকা। এসময় চোরাকারবারীর একটি সংঘবন্ধ দল বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে হামলায় বিজিবি এক সদস্য আহত হয়। পরবর্তীতে র্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে বুধবার (৭ আগষ্ট) রাত ৩টায় বিজিবির উপর হামলাকারী একজন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত মোঃ আরমান আলী (২৮) সুনামগঞ্জের দোয়ারাবাজার শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT