সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্তে চোরাচালানকালে ১১ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ আগস্ট) পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপি সীমান্তের ভেতরে কানাইঘাট উপজেলার বড়বন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট (ঔষধ) আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ৫ লাখ ২ হাজার টাকা। এছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপি’র টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ ৩০ কেজি, পাতার বিড়ি ৮৪ হাজার পিস, চা-পাতা ৭০২ কেজি, ফুলের ঝাড়ু ২৭০ কেজি ও সুপারি ৫০০টি আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬ লাখ ৯৪ হাজার ৩ শত টাকা। দুই অভিযানে মোট ১১ লাখ ৯৬ হাজার ৩ শত টাকার ভারতীয় মালামাল আটক করেছেন বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT