সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে প্রায় এক কোটি টাকার ভারতীয় মহিষ ও অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। শুক্র ও শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এসব জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানাগেছে, জকিগঞ্জে লালাখাল বিওপি’র জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে সীমান্তের শূন্য রেখা হতে প্রায় ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৩টি মহিষ আটক করা হয়। আটককৃত মহিষে মূল্য ৯৯ লাখ ৪০ হাজার টাকা। অপরদিকে, জৈন্তাপুর বিওপি’র সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি কম্বল জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য ৩২ হাজার টাকা।
দুই অভিযানে আটক ও জব্দকৃত পণ্যের মূল্য মোট ৯৯ লাখ ৭২ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT