০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চালান জব্দ

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০১:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে।

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে চোরাচালানকালে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় গরু, মদ ও বিভিন্ন রকম পণ্য জব্দ করেছে ১৯ ব্যাটালিয়ন বিজিবি। শুক্রবার এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত ফাঁড়ির টহল দল মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪২ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৬৩ হাজার টাকা। এছাড়া শনিবার জৈন্তাপুর, গোয়াবাড়ি ও সুরইঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ৫টি গরু, ৭২ হাজার ২০০ পিস সুপারি, ৮ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি, ৬০০ কেজি ফুলের ঝাড়ু ও ২টি কাঠের নৌকা জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য ১৭ লাখ ৬ হাজার টাকা।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার বলেন, র্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন